সুদীপ সেন, বাঁকুড়া:- চলো গাজনের বুড়া শিব মহাদেব হে,,,,,,,,,,,,,,,
এই ধ্বনিতে আকাশ বাতাস আজ মুখরিত।
রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ মহাদেব শিবের জয় ধ্বনি দিয়ে শিব ভক্ত গণ ও সাধারণ মানুষ মেলায় মেতে ওঠে।
বাঁকুড়া জেলার দ্বারেকেশ্বরের নদী পাড়ে এক্তেস্বরের মন্দিরে পালিত হয় শিবের গাজন ও তাকে কেন্দ্র করে মেলা।
অসংখ্য ভক্ত ও সাধারণ মানুষ এতে মিলিত হন।
ভক্ত ও সাধারণ মানুষ বা উপবাস করা মানুষদের জন্য বাঁকুড়া জেলা গরাই (তেলী, কলু) জনকল্যাণ সমিতি প্রতি বছরের মতো এই বছর ও দু দিনের জন্য জলছত্রের ব্যবস্থা করে।
পানীয় জল, সরবত, ছোলা, তরমুজ , বাতাসা শিব ভক্ত ও সাধারণ মানুষদের তারা দেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ গরাই (তেলি, কলু) জনকল্যাণ সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মানবেন্দ্র গরাই, রাজ্য উপদেষ্টা শিবদাস গরাই, কোষাধক্ষ দেবু গরাই, বাঁকুড়া জেলা সম্পাদক দেবদাস গরাই এবং মহিলা দলের বিভিন্ন সদস্যা গণ।
এর উদ্বোধন করেন বাঁকুড়া পৌরসভার কাউন্সিলর অমৃতা গরাই কুন্ডু মহাশয়া।
Leave a Reply