নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- কালচিনি ব্লকের সুভাষিনি চা বাগানে গণ বিবাহ আয়োজন করা হয়। রবিবার ৫১ জোড়া দম্পতি বিয়ের আসরে উপস্থিত হন।পুরোহিতের মন্ত্র উচ্চারনের মধ্য দিয়ে বিয়ে সম্পন্ন করা হয়। সামাজিক স্বীকৃতি পেয়ে দম্পতিরা ও বেজায় খুশি। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সুভাষিনি চা বাগানে প্রতিবছরের ন্যায় এবছরও আদিবাসী সম্প্রদায়ের অন্যতম পবিত্র উৎসব সরহুল পুজো আয়োজিত হল। এই সরহুল পুজোয় প্রকৃতিকে পুজো করা হয়। সরহুল পুজোয় এবছর ৫১ জোড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
সুভাষিনি চা বাগান সরহুল পুজো কমিটির সভাপতি প্রদীপ কুজুর জানান, এবছর সরহুল পুজোতে ৫১ জোড়া দম্পত্তি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি আরো জানান, যারা আর্থিক অনটনের জন্য সামাজিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারছেনা তাদের আমরা এই সরহুল পুজোর মাধ্যমে সামাজিক ভাবে বিবাহ ব্যবস্থা করে থাকি।
Leave a Reply