নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- পুকুরে স্নান করতে গিয়ে গভীর জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার দেবীনগর এলাকায়।পুকুরে স্নান করতে এসে পুকুরে জলে নেমে আর না ওঠায় সন্দেহ হতেই স্থানীয় বাসিন্দারা জলে নেমে ওই যুবকের দেহ পুকুর থেকে উদ্ধার করে।পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে রবিবার রাতে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজে পাঠানোর ব্যবস্থা করেছেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রাজকুমার চৌধুরী (৩০)বাড়ি হবিবপুর থানার ঋষিপুর অঞ্চলের দেবিনগর এলাকায়। বাড়ির সামনেই একটি পুকুরে এদিন বিকেলে স্নান করতে নেমেছিলেন ওই যুবক । এরপরই পুকুরের জলে তলিয়ে যায় সে। কিছু মানুষ ওই পুকুরে স্নান করতে এসে ওই যুবকের জুতো এবং কাপড় দেখেই সন্দেহ হয়। এরপরই খোঁজাখুঁজি শুরু করে দেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পুকুর থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।
Leave a Reply