মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- ফের বড়োসড়ো বাস দুর্ঘটনা ডোমকলে। শনিবার রাত্রে বাসের সঙ্গে ট্রাক্টর এর মুখোমুখি সংঘর্ষ। ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের ডোমকল থানার পুরনো বিডিও মোড়ে। জানা যায় ডোমকল থেকে ভগিরাতপুর এর দিকে বাস যাচ্ছিল এবং উল্টো দিক থেকে একটি ইটবোঝাই ট্রাকটার এসে মুখোমুখি ধাক্কা ওই বাসের সঙ্গে। যদিও ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে।
ফের বড়োসড়ো বাস দুর্ঘটনা ডোমকলে।
![](https://www.sobkhabar.com/wp-content/uploads/2022/04/IMG-20220418-WA0060.jpg)
Leave a Reply