মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে প্রথমে ব্যাটিং করবার আমন্ত্রণ জানিয়েছিলেন কেএল রাহুল। নির্ধারিত কুড়ি ওভারে ১৮১ রানে পৌঁছে দেওয়ার কৃতিত্ব ফাফ দ্যু প্লেসির। প্রোটীয় তারকা মাত্র চার রানের জন্যে শতরান ফস্কালেও অধিনায়কোচিত ইনিংস খেলেছেন। ১১টি চার ও দুটি ছক্কা দিয়ে ৬৪ বলে ৯৬ রানের মহাকাব্যিক ইনিংস সাজিয়েছিলেন দ্যু প্লেসি। অজি অলরাউন্ডার ম্যাক্সওয়েল শুরুটা ভালো করলেও ১১ বলে ২৩ রানের ইনিংস খেলে ক্রুনাল পান্ডিয়ার শিকার হন। রান আউট হয়ে সাজঘরে ফিরেছেন চলতি সংস্করণে ধারাবাহিক পারফর্ম করা শাহবাজ আহমেদ (২৬)। লখনউ সুপার জায়ান্টসের হয়ে প্রথম ওভারে জোড়া শিকার করা দুষ্মন্ত চামিরা তিন ওভারে খরচ করেছেন ৩১ রান। বল হাতে সবচেয়ে সফল জেসন হোল্ডার। ক্যারিবিয়ান তারকা চার ওভারে মাত্র ২৫ রানের বিনিময়ে প্রভুদেশাই ও দ্যু প্লেসি’র উইকেট ঝুলিতে পুরেছেন।
১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে ১৬৩ রান তুলেই থামে লখনউ সুপার জায়ান্টসের ইনিংস। চার ওভারে মাত্র ২৫ রান খরচ করে গুরুত্বপূর্ণ চারটি উইকেট দখল করেছেন জশ হ্যাজেলউড।
১৮ রানের ব্যবধানে জয় পেয়ে পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ফাফ দ্যু প্লেসিরা। ভারতীয় ব্যাটিং মহাতারকা বিরাট কোহলি রান না পেলেও ৯৬ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে ম্যাচের নায়ক দ্যু প্লেসি’ই। বল হাতে চার উইকেট দখল করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অজি পেসার জশ হ্যাজেলউড।
Leave a Reply