নিজস্ব সংবাদদাতা, রাজগঞ্জ: বাইক চালাতে গিয়ে সাপের কামড়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ফুলবাড়িতে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ির পুর্ব ধনতলা এলাকায়। জানা গিয়েছে বাপি রায়ের বাইক নিয়ে যাচ্ছিলেন তার ভাইয়ের ছেলে লিটন রায়। আচমকাই কিছু একটার কামড়ে আতকে ওঠেন লিটন রায়। বাইক থেকে নেমে তিনি দেখতে পান একটি সাপ বাইকের চেন কভারে জড়িয়ে রয়েছে। সাপ কামড়েছে বুঝতে পেরেই চিৎকার করেন। তার চিৎকারে বাড়ির সকলে বেড়িয়ে এসে তাকে তড়িঘড়ি নিয়ে যায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এরপর অনেক চেষ্টা করেও সাপটিকে কেউ বের করতে বা পেরে সাপুরিয়াকে ডাকা হয়। সাপুরিয়া এসে সাপটিকে চেন কভার থেকে উদ্ধার করার পর দেখা যায় সাপটি একটি বিষহীন দাড়াস সাপ। মেডিক্যালের ডাক্তারকে ছবি তুলে সেই সাপটিকে দেখানো হয়। পরে সাপটিকে মেডিক্যালে নিয়ে যাওয়া হয়।
Leave a Reply