খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ একই পরিবারের মোট 6 জন।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:-  মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত চৈতন্যপুর গ্রামে সাইরি খেয়ে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ল একই পরিবারের মোট 6 জন। জানা গিয়েছে রোজা রাখার আগে প্রতিদিনের মত বৃহস্পতিবার ভোর রাত্রে সাইরি খেয়ে অসুস্থ হয়ে পড়ল একি পরিবারের মোট 6 জন। অসুস্থদের নাম জানা গিয়েছে আসগর সেখ (32), মসগর সেখ (30), নাসগর সেখ (24), মোঃ কামরুজ্জামান সেখ (19), রজব সেখ (58), আফরোজা বিবি (55)। অসুস্থতা বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিভাবে এই খাদ্যে বিষক্রিয়ার ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে চিকিৎসকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *