মিডিয়ার সামনে দলের বিরুদ্ধে মুখ খোলায় রাজ্য সভাপতির কোপের মুখে পড়লেন বিদায়ী মন্ডল সভাপতি।

আবদুল হাই, বাঁকুড়াঃ বৃহস্পতিবার সাতসকালেই দলের বিধায়ক,  সাংসদ ও সভাপতির বিরুদ্ধে সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরক অভিযোগ তুলে সরব হয়েছিলেন পাত্রসায়েরের বিদায়ী মন্ডল ২ বিজেপি  সভাপতি তমাল কান্তি গুঁই। সংবাদ মাধ্যমের সামনে দলের নেতাদের   বিধায়ক ও সাংসদের বিরুদ্ধে মুখ খোলার জেরে রাজ্য সভাপতির কোপের মুখে পড়লেন বিদায়ী পাত্রসায়েরের মন্ডল সভাপতি তমাল কান্তি গুঁই। বৃহঃস্পতিবার দলের সাংগঠনিক বৈঠক করতে বিষ্ণুপুরে আসেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৈঠকে হাজির ছিলেন পাত্রসায়েরের বিক্ষুব্ধ বিজেপি মন্ডল সভাপতি তমালকান্তি গুঁই এদিন রাজ্য সভাপতির সাথে কথা বলতে গেলে রাজ্য সভাপতি বলেন আপনি মিডিয়ার সামনে মুখ খুলেছেন আপনার এই সমাধান মিডিয়া করবে। এইভাবেই রাজ্য সভাপতির রোষের মুখে পড়েন পাত্রসায়েরের বিদায়ী মন্ডল ২ সভাপতি। যে উদ্দেশ্যে বিজেপি রাজ্য সভাপতি বিষ্ণুপুরে এসেছেন  সেখানে দলের কর্মী ও নেতাদের কথা শোনার উনি প্রয়োজন মনে করলেন না বলে রাজ্য সভাপতির  বিরুদ্ধে তোপ দাগলেন পাত্রসায়েরের বিদায়ী মন্ডল সভাপতি তমাল কান্তি গুঁই। তিনি বলেন, মিডিয়ার সামনে মুখ খুলেছি বলে আমি খারাপ। তিনি আরও বলেন আমার সমস্যা দলের সমস্যা শোনার প্রয়োজন মনে  করলেন না বিজেপ সভাপতি। বিষ্ণুপুরের বিজেপি সংগঠনের অবস্থা খুবই খারাপ এই রাজ্য সভাপতির দ্বারা সেই সংগঠনকে মজবুত করা ও সাংগঠনিক সমস্যা সমাধান কখনো সম্ভব নয় বলেও দাবি করলেন বিক্ষুব্ধ বিজেপি নেতা। এই রাজ্য সভাপতির জায়গায় পুনরায় দিলীপ ঘোষকে দায়িত্ব দেওয়া হোক বলে দাবি তুললেন বিদ্রোহী বিজেপি নেতা তমাল কান্তি গুঁই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *