মনিরুল হক, কোচবিহারঃ বিধ্বংসী ঝড়ে আশ্রয়হীন হয়ে পড়া বাসিন্দাদের আর যাতে খোলা আকাশের নীচে থাকতে না হয়, তার জন্য টিনের চালার ব্যবস্থা করলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। আজ তিনি দলীয় কর্মীদের নিয়ে কোচবিহার ১ নম্বর ব্লকের মোয়ামারি, সুক্টাবাড়ি এবং ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের ঝর বিধস্ত এলাকায় যান। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ১০৮ বান টিন দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এদিন তাঁর সাথে ছিলেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবীর সাহা চৌধুরী, জেলা আইএনটিটিইউসির সাধারণ সম্পাদক বিশু ধর সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।
উদয়ন গুহ বলেন, “আমরা এর আগেও খাবার ও এবং জামা কাপড় নিয়ে গিয়েছিলাম। এবার মাথা গোঁজার ব্যবস্থা করার জন্য ১০৮ বান টিন দেওয়ার হল। যা দিয়ে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাথা গোঁজার ব্যবস্থা করা সম্ভব হবে। যারা মারা গিয়েছেন, তাঁদের সরকারি ভাবে ২ লক্ষ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও আমরাও তাঁদের সহযোগিতা করেছি। পাশাপাশি আরও বহু ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছেন। যাদের মাথা গোঁজার মত অবস্থা নেই। প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। তাই মাথা গোঁজার জন্য এই ব্যবস্থা করা হল।”
১৭ এপ্রিল সন্ধ্যায় ২০ মিনিটের ঝড়ে কোচবিহার ১ নম্বর ব্লকের মোয়ামারি, সুক্টাবাড়ি এবং ঘুঘুমারির বিস্তৃন এলাকায় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়। ওই ঝড়ে দুজনের মৃত্যু ছাড়াও শতাধিক ব্যক্তি আহত হন। পাঁচ হাজারেরও বেশী বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বহু মানুষের ঘরবাড়ি সম্পূর্ণ ভাবে ধ্বংস হয়ে যায়। ফলে খোলা আকাশের নীচেই রাত কাটাতে হচ্ছিল তাঁদের। প্রশাসন এবং শাসক দলের নেতা কর্মীরা ত্রিপলের ব্যবস্থা করলেও প্রায় প্রতি রাতেই ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি হয়ে চলায় ক্ষতিগ্রস্তদের দুর্ভোগের আর সীমা ছিল না। তাঁদের এই দুর্বিষহ অবস্থার কথা জানতে পেরে দিনহাটার বিধায়ক সম্প্রতি সামাজিক মাধ্যমে ক্ষতিগ্রস্তদের টিন দেওয়ার জন্য সামাজিক মাধ্যমে সহযোগিতা চেয়ে পোস্ট করেন। এরপরেই বহু মানুষ উদয়ন বাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এগিয়ে আসেন।
বিধ্বংসী ঝড়ে আশ্রয়হীনদের মাথা গোঁজার জন্য টিনের চালার ব্যবস্থা করলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ।
![](https://www.sobkhabar.com/wp-content/uploads/2022/04/IMG-20220422-WA0154.jpg)
Leave a Reply