নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- জমিতে ভুট্টার মজুত থাকা খোসা ফেলায় গোলমাল বাধে মালিক ও প্রতিবেশীর মধ্যে। আর তারপরই প্রতিবাদী জমির মালিককে প্রতিবেশী বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার গোপালপুর এলাকার জয়সিংটোলা গ্রামে। অভিযুক্ত প্রতিবেশীর ১০ থেকে ১২ জনের একটি দল এসে চড়াও হয় ওই প্রতিবাদীর ওপর। জখম হন ওই পরিবারের মোট তিনজন। তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম মিলন মন্ডল (২৮), প্রমোদ মণ্ডল (৩১), ভুষণ মন্ডল (৬২)। এদিন আক্রান্ত মিলন মন্ডলের জমিতে ভুট্টার খোসা মজুত করে রেখেছিল অভিযুক্ত সোনালী মন্ডল সহ পরিবারের লোকেরা। জমিতে খোসা মজুদ করার ফলে জল দাঁড়িয়ে যেতে পারে । এমনটাই জানিয়েছিলেন জমির মালিক প্রমোদ মন্ডল ও তার পরিবারের লোকেরা । আর তাতেই উত্তেজিত হয়ে সোনালী মন্ডল এর পরিবারের লোকেরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। পুলিশ অভিযুক্তদের খোঁজ শুরু করেছে।
Leave a Reply