পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- অবৈধ পার্কিংয়ের জের সাতসকালে পথ দুর্ঘটনায় মৃত্যু এক মহিলার। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে রামতারক এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে আত্মীয়র ঘরকে সবজি দিতে যাওয়ার সময় রাস্তার ধারে এক ডাম্পার তাকে ধাক্কা মারে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার, জানা গিয়েছে ওই মৃত মহিলার নাম মেনকা প্রামানিক, যার বয়স আনুমানিক ৪৮ বছর। এর পরেই উত্তেজিত হয়ে পড়ে এলাকাবাসীরা, রাস্তার উপর মৃতদেহ রেখে রাস্তা অবরোধ করে চলে দীর্ঘক্ষন অবরোধ, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কোলাঘাট থানার পুলিশ গেলে, পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের,এলাকাবাসীদের মূলত দাবি রাস্তার ধারে অবৈধভাবে পার্কিং করা থাকে। আর তার জেরে এই দুর্ঘটনা। অবশেষে দীর্ঘক্ষন পর পুলিশি আশ্বাসে তুলে নেয় অবরোধ পাশাপাশি ওই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর চেষ্টা করছে পুলিশ, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
Leave a Reply