নিজস্ব সংবাদদাতা, মালদা,৮ জুলাই : মোবাইল চোর সন্দেহ এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিল ফল ব্যবসায়ীরা। ঘটনাটি ঘটেছে, শুক্রবার সকালে ইংরেজবাজার নিয়ন্ত্রিত ফল বাজার এলাকায়।
এদিন ওই যুবককে ফল বাজার এলাকায় ঘুরতে দেখেন ব্যবসায়ীরা। এর আগে কয়েকটি মোবাইল চুরির ঘটনা সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই যুবককে চিনতে পেরে তাকে ধরে ফেলেন ব্যবসায়ীরা। ধৃতর কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু মাদকদ্রব্য।
ব্যবসায়ীরা থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবকের বাড়ি ইংরেজবাজার থানার বাঁধাকপুকুর এলাকায়।
এই ঘটনায় আরো কেউ রয়েছে কিনা তা তদন্ত শুরু করেছে পুলিশ।
ইংরেজ বাজার নিয়ন্ত্রিত ফল বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি গৌতম সাহা জানান, ফলবাজার এলাকায় এর আগে মোটরবাইক, মোবাইলসহ বেশ কিছু জিনিস চুরি গিয়েছে। মোবাইল চুরির ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়ে।
শুক্রবার সকালে বাজারে ঘোরাফেরা করতে দেখে ওই যুবককে ধরে ফেলে স্থানীয় ব্যবসায়ীরা। পুলিশের কাছে তিনি আবেদন রাখেন সঠিকভাবে তদন্ত করার জন্য।
Leave a Reply