আবদুল হাই, বাঁকুড়াঃ বনমুখা গ্রামে হেল্পিং হ্যান্ড সংস্থার শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রশাসনিক কর্তারা। জানা যায় যে এই হেল্পিং হ্যান্ড সংস্থা প্রতিবছরই সবসময়ই মানুষের পাশে থেকে কাজ করে চলেন। সমাজ সচেতনতামূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন দীর্ঘদিন ধরে। আগামী দিনেও এই ধরনের কাজ চালাবেন বলেই জানালেন সংস্থার সদস্যরা । আজকের এই অনুষ্ঠানে এসডিপিও বিষ্ণুপুর কুতুবউদ্দিন খান বলেন মানুষের সেবা করলেই ঈশ্বর আল্লাহ গড এদের সেবা করা যায়। তাই মানুষের সেবা করায় আসল কাজ। ওসি কোতুলপুর শুভাশিস হালদার বলেন শুধু এই ধরনের কাজ নয় পশুদের কোন অসুবিধা হচ্ছে কিনা সে দিকেও বিশেষ খেয়াল রাখেন এই সংস্থা সদস্যরা। আগামী দিন পাশে থাকা এবং সাহায্য সহযোগিতার আশ্বাস কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের। আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিপিও বিষ্ণুপুর কুতুবউদ্দিন খান কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভাশিস হালদার কোতুলপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাফফর মিদ্দ্যা কোতুলপুর যুব সভাপতি সুকুমার ক্ষেত্রপাল এ আই অফ স্কুল দেবদুলাল গোস্বামী ট্রাফিক ওসি অলকেশ পতি সহ গুণী ব্যক্তিত্বরা। আগামী দিনেও এই ধরনের অনুষ্ঠান চালিয়ে যাবেন বলেই জানালেন হেল্পিং হ্যান্ড সংস্থার সদস্যরা।
Leave a Reply