সাংসদের নির্দেশই জাতীয় সড়ক অবরোধ।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান দু’নম্বর ব্লক এর বৈকন্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পালার মোড় এলাকার স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল nh2 এর উপর তৈরি হোক আন্ডার পাস। কারণ এই জাতীয় সড়ক পারাপার করতে গেলে বারবার সমস্যা সম্মুখীন হতেন স্থানীয় এলাকার বাসিন্দারা। বিভিন্ন সময় দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে স্থানীয় মানুষদের। তাই আজ তারা জাতীয় সড়ক অবরোধ করেন। স্থানীয় মানুষের কথা শুনে অবরোধকারী দের সঙ্গে কথা বলতে আসেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ এস এস আলুওয়ালিয়া। যদিও সাংসদ পরিদর্শনে এসে তাদেরকে জাতীয় সড়ক থেকে উঠে আসতে বলেন নি। বরঞ্চ বক্তব্য রাখতে গিয়ে সাংসদ এস এস আলুওয়ালিয়া তাদের জাতীয় সড়কের উপর বসেই বক্তব্য শুনতে বলেন। ক্যামেরার মুখোমুখি হয়ে সাংসদ এস এস আলুওয়ালিয়া বলেন,এখানকার রাস্তা পারাপার করতে গিয়ে মানুষ দুর্ঘটনার সম্মুখীন হন। প্রথমে টু লেন তারপর ফোর লেন এখন সিক্স লেন হতে যাচ্ছে এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল আন্ডারপাস তৈরি করতে হবে। ২০০৪ সাল থেকে মানুষদাবি করে আসছে এই আন্ডার পাশের। আমার কাছে কিছুদিন আগে এদের দাবি পৌঁছায় আমি আমার প্রতিনিধিকে পাঠাই এখানকার এলাকা পরিদর্শনে। আমি নির্বাচিত প্রতিনিধি এখানকার আমার এলাকার উপর দিয়ে জাতীয় সড়ক সম্প্রসারণ হচ্ছে আর সাধারণ মানুষ আন্ডার পাশ পাবে না এটা কি করে হয়। আমি আশ্বাস দিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব এই আন্ডারপাস স্যাংশন করাবো। ভবানী মুদি নামে এলাকাবাসী বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এই আন্ডার পাসের। প্রায় ১৮ টি অঞ্চলের মানুষ যাতায়াত করেন এই জাতীয় সড়ক দিয়ে। আজকের সাংসদ আসবে বলে আমাদের বলা হয়েছিল কিছুক্ষণ অবরোধ করতে। তাই আমরা অবরোধ করেছি। বহু জায়গায় চিঠি দিও পাইনি কোন উত্তর। সাংসদ আমাদের আশ্বাস দিয়েছেন যেখানে আন্ডার পাস তৈরীর ব্যবস্থা তিনি করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *