নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- ভারতীয় আবহাওয়া দপ্তরের সর্বশেষ পর্যবেক্ষণ অনুসারে আগামি চার পাঁচ দিনের মধ্যেই বঙ্গউপসাগরে তৈরী ঘুর্নাবর্ত টি ঝড়ের রুপ ধারণ করে উড়িষ্যা এবং গাঙ্গেয় উপকূলে আছড়ে পড়বে,।
তবে গত কয়েক দিন ঝড়ো হাওয়া এবং মাঝে মধ্যেই বৃষ্টিতে বেস শীতল থাকা জলপাইগুড়ি শহরের তাপমাত্রা শনিবার সকাল থেকেই বাড়তে শুরু করেছে।
সপ্তাহের শেষ দিনের দুপুরে রোদের প্রখর উত্তাপে রাস্তা ঘাটে জনমানুষের ভিড় যেমন অনেকটাই কম তার সঙ্গে কাজে কর্মে ঘরের বাইরে আসা সাধারণ জনগণ সুযোগ পেলেই যেমন ফ্যানের নিচে বোসে ক্ষণিকের জন্য শরীর জুড়িয়ে নিচ্ছেন, কোথাও আবার প্রখর তাপে ক্লান্ত বৃদ্ধাকে রাস্তার পাশে ছায়ায় বসে গরম থেকে বাঁচার ছবিও উঠে এলো ক্যামেরায়। এর পাশপাশি, গরমে শরীরকে সতেজ রাখতে ডাবের জলে গলা ভিজিয়ে নিচ্ছেন।
ডাব হাতে পথচারী জয়ন্ত দাস বলেন, কয়েক দিন ঠাণ্ডা গরম দুটোই ছিলো, তবে আজ শনিবার গরমের কারণে পথে চলাফেরা করতে সমস্যা হচ্ছে, ক্লান্ত লাগছে শরীর।
ওপর এক পথচারীর গলাতেও বৈশাখের গরম নিয়ে একই সুর শোনা গেলো জলপাইগুড়ি শহরে।
ঘূর্ণি ঝড় মোচা নিয়ে যখন চিন্তিত রাজ্যবাসী, সেই সময় গরমে হাসফাস করছে জলপাইগুড়ি।
![](https://www.sobkhabar.com/wp-content/uploads/2023/05/20230506_221830-scaled.jpg)
Leave a Reply