প্রকাশ কালি ঘোষাল, হাওড়া: – উজালা গ্যাসের দাম কমতেই নাম নথিভুক্ত করার জন্য লম্বা লাইন মানিকপুর বিজেপির পার্টি অফিসে। উজালা গ্যাসের জন্য নতুন করে নাম নথিভুক্তকরণ শুরু হল মানিকপুর বিজেপির পার্টি অফিসে। হাওড়া জেলা মহিলা মোর্চার সেক্রেটারি বর্ণালী নস্কর এবং তিন নম্বর মন্ডল সভাপতি বিকাশ নস্করের উদ্যোগে হলো এই উজালা গ্যাস পরিষেবা প্রদানের নাম নথিভুক্ত করন। মূলত মহিলাদের এই গ্যাস প্রদান করা হবে এমনই জানা যায়। মা বোনেদের রান্না করার জন্য উনানের কাঠের ধোঁয়া আর সহ্য করতে হবে না সেই জন্য প্রধানমন্ত্রী উজালা গ্যাস চালু করেছিলেন। বেশ কিছুদিন যাবৎ গ্যাসের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় গৃহিণীদের আর গ্যাসের দিকে তেমন আগ্রহ ছিল না । অবশেষে উজালা গ্যাসের দামের ভর্তুকি পরিমাণ কেন্দ্রীয় সরকার বাড়িয়ে দেওয়ার ফলে উজালা গ্যাস নেওয়ার জন্য নাম নথিভুক্তকরণের হিড়িক দেখা গেল। মানিকপুর বেলতলা বিজেপির পার্টি অফিসে। আধার কার্ড, ব্যাংকের বই এবং রেশন কার্ড নিয়ে হাজির মহিলারা। লম্বা লাইনে দীর্ঘক্ষণ ধৈর্য ধরে দাঁড়িয়ে থেকে নাম নথিভুক্ত করলেন মহিলারা।
Leave a Reply