দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ফুল গাছ লাগ দিতে বাচাক এই বার্তা নিয়ে শুরু হলো দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাটের গুলমোহর প্রাংগনে।এই ফুল মেলা চলবে ১১,১২,১৩ তারিখ পর্যন্ত চলবেএই ফুল মেলা। এই ফুল মেলার কর্ন্ধার সঞ্জয় রায় যানায় এই মেলার উদ্যেশ্য মানুষ ফুল গাছ লাগাক ফুলের সাথে সময় কাটাক।।
এই ফুল মেলায় স্থান পেয়েছে বনসাই থেকে শুরু করে ৭০০থেকে ৭৫০ সাতশো গাছ দিয়ে সাজানো হয়েছে এই ফুল মেলা পাংগন।
Leave a Reply