নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আর কিছুক্ষণ পরই শুরু হতে চলেছে প্রথম দফার লোকসভা নির্বাচন। উত্তরবঙ্গের ৩টি লোকসভা আসনে ভোট হবে। আসনগুলি হল কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি। গোটা বাংলার নজর রয়েছে এই আসনগুলিতে ভোটের দিকে। জানা গিয়েছে, শুক্রবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি এই তিন কেন্দ্রের নির্বাচনের নিরাপত্তার জন্য রাজ্য পুলিশও মোতায়েন থাকছে। অনেক আসনেই ভোটাররা লাইনে দাঁড়াতে শুরু করে দিয়েছে।
Leave a Reply