পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে নদীতে জল তুলতে গিয়ে তলিয়ে গেল এক যুবক, ঘটনাকে ঘিরে তীব্র চঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায়,স্থানীয় সূত্রে জানা যায় এই দিন গড়বেতা শহরের গনগনির শিলাবতী নদীতে জল তুলতে গিয়েছিল চারজন যুবক, এরপরই ওটা তুই ওই চারজন জলে তলিয়ে গেলে পানি ওদের তৎপরতায় তিনজনকে উদ্ধার করতে পারলেও এখনো পর্যন্ত একজন নিখোঁজ,জানা গিয়েছে ওই নিখোঁজ যুবকের নাম আমন কুমার প্রসাদ,বয়স আনুমানিক ১১ বছর, ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে গড়বেতা থানার পুলিশ,পাশাপাশি উদ্ধার কার্যের জন্য নামানো হয়েছে ডুবুরি,অন্যদিকে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।