মেয়েকে বাঁচাতে গিয়ে জামাইয়ের হাতে আক্রান্ত হল শ্বশুর।

নিজস্ব সংবাদদাতা, মালদা—মেয়েকে বাঁচাতে গিয়ে জামাইয়ের হাতে আক্রান্ত হল শ্বশুর। জামাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে আক্রান্ত শ্বশুর গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল থানার সিহিপুর এলাকায়। জানা গেছে, আক্রান্ত শ্বশুরের নাম আরিফুল হক এবং অভিযুক্ত জামাইয়ের নাম রাজ আলি। আরিফুল হকের মেয়ের সঙ্গে রাজের বিয়ে হয় বছর কয়েক আগে। কিন্তু বিয়ের পর থেকেই রাজ মাদকের নেশায় আসক্ত হয়ে স্ত্রীর উপর অত্যাচার শুরু করে। মাঝেমধ্যেই শ্বশুরবাড়ি থেকে টাকা আনার জন্য স্ত্রীকে মারধর করে বলে অভিযোগ। যা মঙ্গলবার রাতে চরমে পৌঁছায়। এই খবর পেয়ে আরিফুল হক মেয়েকে বাঁচাতে এগিয়ে আসেন। আর ঠিক তখনই রাজ আলি তার শ্বশুর আরিফুল হকের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়ে তাকে গুরুতরভাবে জখম করে বলে অভিযোগ। ঘটনার পর আক্রান্ত আরিফুল হককে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়। এদিকে এই ঘটনার খবর জানতে পেরে মঙ্গলবার রাতেই চাঁচল থানার পুলিশ রাজ আলিকে গ্রেপ্তার করে। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে।