আরজি করের ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে ধর্না বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আরজি করের ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে ধর্না বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি।বিভিন্ন জায়গার পাশাপাশি আলিপুরদুয়ারের মাদারিহাট বিডিও অফিসের সামনেও অবস্থান বিক্ষোভে বসলো বিজেপি নেতা কর্মীরা। বুধবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করছেন বিজেপি নেতাকর্মীরা।মাদারিহাটে অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন, আলিপুরদুয়ার সাংসদ মনোজ টিগ্গা সহ অন্যান্য বিজেপির নেতৃত্বরা।