আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতাঃ- জাতীয় সড়কে ছোট চার চাকার গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুত্ব জখম হল তিন যুবক। শুক্রবার বিকালে ফালাকাটা ব্লকের জটেশ্বর ট্রাফিক মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকালে তিন জন বাইক আরোহী বাইক চালিয়ে ফালাকাটার দিকে যাচ্ছিলেন। জটেশ্বর ট্রাফিক মোড় এলাকায় বীরপাড়ামুখি একটি ছোট চার চাকার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই বাইকের। সংঘর্ষের তীব্রতায় চার চাকার গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। বাইক থেকে ছিটকে পরে তিন জন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে জটেশ্বর ফাঁড়ির পুলিশ। তড়িঘড়ি জখমদের উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের অন্যত্র স্থানান্তরিত করার নির্দেশ দেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।দুর্ঘটনাগ্রস্ত বাইক ও চার চাকার গাড়ি নিজেদের হেপাজতে নিয়েছে পুলিশ।
জাতীয় সড়কে ছোট চার চাকার গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুত্ব জখম হল তিন যুবক।

Leave a Reply