নিজস্ব সংবাদদাতা, মালদা,৪ জানুয়ারি : তৃণমূল কাউন্সিলর খুন হওয়ার আগের দিন রাত্রে বাড়ি ফিরেনি ধৃত অভিজিৎ ঘোষ। ২ তারিখ যেদিন বাবলা সরকার সকাল সাড়ে দশটা নাগাদ খুন হন তারপর দুপুর আনুমানিক ১২ থেকে ১ টা নাগাদ অভিজিৎ বাড়ি ফিরে। বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে তবে তার স্বভাব আচরণে কোন পরিবর্তন দেখা যায়নি বলে বাড়ির সদস্যদের দাবি। অভিজিৎ তৃণমূল কাউন্সিলর কে খুন করতে পারে বাড়ির লোক মানতে নারাজ। একটি পাইপের দোকানের কাজ করত সে। গত ১৫ দিন ধরে কাজেও যায়নি সে। মাধ্যমিকে একটি বিষয় ফেল করার পর পড়াশোনা ছেড়ে দেয় সে। মাঝেমধ্যে নেশা করত অভিজিৎ।
তৃণমূল কাউন্সিলর খুন হওয়ার আগের দিন রাত্রে বাড়ি ফিরেনি ধৃত অভিজিৎ ঘোষ।

Leave a Reply