বালুরঘাট থানায় জেলা পুলিশের নবনির্মিত সমন্ধিত কন্ট্রোল রুমের শুভ উদ্বোধন।

দঃ দিনাজপুর,ননিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট থানায় ৪ঠা জানুয়ারী শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের নবনির্মিত সমন্ধিত কন্ট্রোল রুমের শুভ উদ্বোধন হলো। এইদিন উত্তরবঙ্গ রিজিয়নের মহা আরক্ষা পরিদর্শক ও মহা নির্দেশক রাজেশ কুমার যাদব (আই.পি.এস.) বালুরঘাট থানায় উপস্থিত থেকে ফিতে কেটে নবনির্মিত সমন্ধিত কন্ট্রোল রুমের শুভ উদ্বোধন করেন। এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে মালদা রেঞ্জের মহা আরক্ষা পরিদর্শক ও মহা নির্দেশক দীপনারায়ণ গোস্বামী (আই.পি.এস.), দক্ষিণ দিনাজপুর জেলার আরক্ষাধ্যক্ষ চিন্ময় মৃত্তাল সহ জেলার আরক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *