পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শোলে সিনেমার কায়দাতে একেবারে বিশাল উঁচু জল ট্যাঙ্কের ছাদে চেপে গিয়ে বসলো মেদিনীপুর শহরের মাহাতাবপুর এলাকার এক যুবক ৷ তাও আবার কনকনে শীতের বৃহস্পতিবার রাতে সাড়ে দশটার পরে ৷ স্থানীয়রা জানতে পেরে পুলিশ ও দমকলকে খবর দিলে যুবককে নামাতে দুই বাহিনীকে হিমশিম খেতে হল রাত বারোটা পর্যন্ত ৷ যুবকের নাটক চলল মাহাতাবপুরের রাস্তার পাশে থাকা বিশাল ওই জল ট্যাঙ্কের ওপরে ৷ তা দেখতে শীতের রাতেই ভীড় জমালেন স্থানীয় বহু মানুষ ৷ রাত বারোটার পরে তাকে সেখান থেকে নামাতে সক্ষম হয়েছে পুলিশ ও দমকল ৷ তারপর তাকে নিয়ে যাওয়া হয়েছে কতোয়ালী থানাতে ৷
শোলে সিনেমার কায়দাতে একেবারে বিশাল উঁচু জল ট্যাঙ্কের ছাদে চেপে গিয়ে বসলো মেদিনীপুর শহরের মাহাতাবপুর এলাকার এক যুবক ৷

Leave a Reply