নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ২৪ ঘণ্টা কাটতে না কাটতে একই চা বাগানে ফের হাতির হানা। শুক্রবার গভীর রাতে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের তাসাটি চাবাগানের শ্রমিক মহল্লায় ফের হানা দেয় একটি হাতি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দলগাঁও এর জঙ্গল থেকে একটি বের হয়ে হানা দেন স্থানীয় মিনা উড়াও এর বাড়িতে। রান্না ঘর ভেঙে তছনছ করে ওই হাতিটি। এরপর অবশ্য জঙ্গলে ফিরে যায় হাতিটি। বাসিন্দাদের অভিযোগ, এলাকায় হাতির হানা রুখতে বন দপ্তরের তরফে কোনও ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। রাতে ওই এলাকায় বন দপ্তরের নিয়মিত টহলদারির পাশাপাশি ক্ষতিপূরণেরও দাবি জানিয়েছেন তাঁরা।
২৪ ঘণ্টা কাটতে না কাটতে একই চা বাগানে ফের হাতির হানা।

Leave a Reply