নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সরকারি বিদ্যালয়ে এবার পালন করা হল পিঠে-পুলি উৎসব। বাঙালির ঐতিহ্য রীতির সঙ্গে পড়ুয়াদের পরিচয় করাতে বিদ্যালয়ে আয়োজন করা হয় পিঠে-পুলি উৎসবের। মিড ডে মিলের খাবারের পাশাপাশি পড়ুয়াদের পাতে দেওয়া হল নানান রকমের পিঠে ও পায়েস। ফালাকাটা পারঙ্গেরপার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ের শুক্রবার ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা মিলে পালন করল পিঠে-পুলে উৎসব। এদিন পিঠে-পুলি উৎসবে ছিল পায়েস, মালপোয়া, ঝালপিঠে, সুজির পিঠে, ব্রেড পিঠে সহ হরেক রকম পিঠে।
Leave a Reply