জাকির শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা, মালদা—জাকির শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর দারিয়াপুর মোমিন পাড়ায় হাসা সেখকে খুন এবং দলের দুই নেতাকে খুনের চেষ্টা অভিযোগ রয়েছে। শুক্রবার মালদায় এসেছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার। বৈঠক করেন জেলা পুলিশের পদস্থ কর্তাদের সঙ্গে। আর তারপরেই জাকির শেখকে গ্রেপ্তারের ঘটনায় কালিয়াচক পুলিশের সাফল্য বলে মনে করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের মোমিনপাড়া এলাকায় সাতসকালে খুন হয় দুষ্কৃতি হাসা সেখ (৫০)। এই ঘটনার সময় নওদা যদুপুর তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতি বকুল শেখ এবং গ্রাম পঞ্চায়েতের সদস্য এসারুদ্দিন শেখের ওপর হামলা চালানো হয়। এরপরই এই খুন এবং হামলার মামলায় জাকির শেখকে ধরতে ড্রোন উড়িয়ে এবং পুলিশ কুকুর দিয়েও শুরু হয় তল্লাশি অভিযান। তারপরে গত কাল গ্রেপ্তার হয় জাকির শেখ। ধৃতকে ১৪দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ মালদা জেলা আদালতে পেশ করল কালিয়াচক থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *