নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বাগদেবীর আরাধনায় মাতল ফালাকাটা। স্কুল, কলেজ এমনকী বিভিন্ন ক্লাবে সোমবার সকাল থেকে পুজোর অঞ্জলি দিতে ভিড় করে পড়ুয়ারা। পুজোর পর হলুদ পাঞ্জাবী, শাড়ি পরে সারাদিন বিভিন্ন পুজো মণ্ডপে ঘুরল কিশোর, কিশোরীরা। ফালাকাটা ব্লকের সব জায়গায় একই ছবি। পুজোর সঙ্গে প্রসাদ বিতরণ, গান, কবিতা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফালাকাটা ব্লকের জটেশ্বর পার্কে ভিড় দেখা যায়। এদিকে রাস্তায় ট্রাফিক ব্যবস্থা সামাল দিতে মোতায়েন ছিল পুলিশও।
Leave a Reply