নিজস্ব সংবাদদাতা, মালদা:-কোলকাতায় বিচারকের দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যু। আদালত চত্বরে বিচারকের দেহরক্ষীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার। আর এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া মালদা শহরে। কারণ গুলিবিদ্ধ বিচারকের দেহরক্ষী গোপাল কুমারের আদি বাড়ি মালদা শহরের উত্তর কৃষ্ণপল্লী এলাকায়। তিনি ছোটো থেকেই পরিবারের সঙ্গে উত্তর কৃষ্ণপল্লী এলাকাতেই বড়ো হয়েছিলেন। তাই তার আকস্মিক মৃত্যুর খবরে এদিন শোকের ছায়া নেমে আসে গোটা উত্তর কৃষ্ণপল্লী এলাকায়। জানা গেছে, গুলিবিদ্ধ গোপাল কুমারের বুধবার সকালে গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয় কোলকাতার সিটি সিভিল আদালত চত্বরে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে তিনি তার সার্ভিস রিলভবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। মৃত গোপাল কুমার বর্তমানে উত্তর চব্বিশ পরগণার বেলঘরিয়া এলাকায় বসবাস করতেন। তবে তার আদিবাড়ি মালদা শহরের উত্তর কৃষ্ণপল্লী এলাকায়। তিনি ২০১৭ সালে পরিবার নিয়ে বেলঘরিয়া যান। এরপর থেকে সেখানেই তিনি বসবাস করছিলেন। তবে মালদায় না থাকলেও, মালদায় তার অনেক আত্মীয় স্বজন রয়েছেন। তাই বুধবার তার আকস্মিক মৃত্যুতে এদিন শোকের ছায়া নেমে আসে মালদা শহরের উত্তর কৃষপল্লী এলাকায়।
কোলকাতায় বিচারকের দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যু।
![](https://www.sobkhabar.com/wp-content/uploads/2025/02/20250206_130805.jpg)
Leave a Reply