নিজস্ব সংবাদদাতা, মালদা— সকাল থেকে ভির কুপুন নিতে, মালদহের কৃষকদের। হিমঘরে আলু সংরক্ষণের জন্য বুধবার সকাল দশ’টা থেকে জেলার প্রতিটি হিমঘরে বন্ডের কুপন নেওয়ার জন্য ভিড় লক্ষ্য করা গেল আলু চাষীদের। এই মর্মে পুরাতন মালদার কালুয়াদিঘী এলাকার একটি বেসরকারি হিমঘরে কার্যত আলু চাষীদের উপচে পড়া ভিড়। তবে জানা গেছে, বিগত কয়েক বছরের তুলনায় এ বছর ভিড় এবং বিশৃঙ্খলা বজায় রাখতে জেলার প্রতিটি হিমঘরে একই দিনে আলু সংরক্ষণের জন্য বন্ডের পরিবর্তে কুপন দেওয়া হচ্ছে। তবে জেলার মধ্যে সবচেয়ে বেশি আলু চাষ হয়ে থাকে পুরাতন মালদা ও গাজোল ব্লকের কিছু অংশ। এবছর প্রায় দশ হাজার হেক্টর জমিতে চাষ হয়েছে। তাই আলু মজুদ করে রাখার জন্য আজকে কুপন দেওয়া হল প্রতিটি হিমঘরে এবং আগামী ১০ তারিখ থেকে কুপনের নির্ধারিত তারিখ অনুযায়ী প্রতিটি আলু চাষী বন্ড সংগ্রহ করতে পারবেন।
Leave a Reply