মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- মালদার রতুয়ার চাঁদমনি ২ গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তৃণমূলের বুথ সভাপতি সহ তিন সক্রিয় তৃণমূল কর্মী। চাঁদমনি ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপ-প্রধান আব্দুল তোওয়াপ(রতুয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক সমর মুখার্জির রিপ্রেজেন্টেটিভ) বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করা বলে খবর। আর এই ঘটনাকে ঘিরেই রীতিমতো সোরগোল জেলার রাজনৈতিক মহলে। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে মালদার রতুয়া থানার চাঁদমুণি-২নং গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি এলাকায় বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গুরুতর জখম হয় দুই নাবালক। তাদের সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় ভরতি করা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই ঘটনার তদন্তে নেমে রতুয়া থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। শুক্রবার ধৃত চারজনকেই পেশ করে চাঁচল মহকুমা আদালতে।
মালদার রতুয়ার চাঁদমনি ২ গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তৃণমূলের বুথ সভাপতি সহ তিন সক্রিয় তৃণমূল কর্মী।

Leave a Reply