নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: জেলাজুড়ে সংগঠনকে শক্তিশালী ও মজবুত করার পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরতে রাজনীতিক সম্মেলনের আয়োজন করলো মহিলা তৃণমূল কংগ্রেস।
“আলাপচারিতা” কর্মসূচির অংশ হিসেবে গঙ্গারামপুর রবীন্দ্র ভবনে এদিনের সম্মেলনের আয়োজন করে মহিলা তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য নেত্রী আমিনা আহমেদ,মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী স্নেহলতা হেমরম, জেলা সভাপতি সুভাষ ভাওয়াল সহ এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব।
প্রসঙ্গত, রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আলাপচারিতা নামে একটি নতুন কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস। সেই কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার গঙ্গারামপুর রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হলো মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সম্মেলন। এদিনের কর্মসূচি থেকে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে দলে হয়ে কাজ করার বার্তা দেন তৃণমূল নেতৃত্ব। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নমূলক কাজের খতিয়ান সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বার্তা দেন উপস্থিত তৃণমূল নেতৃত্ব।এ বিষয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী স্নেহলতা হেমরম জানান।
Leave a Reply