নিজস্ব সংবাদদাতা, মালদা— মালদার গাজোলে জাতীয় সড়ক ধরেই পাচার হচ্ছিল লক্ষাধিক টাকার ব্রাউন সুগার। গোপন সূত্রের খবর এর মাধ্যমে গাজোল থানার পুলিশ অভিযান চালায় গাজোলের কদু বাড়ি মোড় এলাকায় ১২ নং জাতীয় সড়কে। সন্দেহজনকভাবে বিহারের একটি গাড়িকে চিহ্নিত করে সেই গাড়িতে তল্লাশি অভিযান চালানো শুরু করে পুলিশ। পুলিশি অভিযানে আসে বড়সড় সাফল্য। সন্দেহজনকভাবে আটক করা গাড়ি থেকে উদ্ধার হয় ৫১৩ গ্রাম ব্রাউন সুগার। যার আনুমানিক বাজার মূল্য প্রায় পঞ্চাশ লক্ষাধিক টাকা। গ্রেপ্তার করা হয় দুজনকে। যার মধ্যে রয়েছে একজন নাবালক। ধৃত দুজনের নাম রাহুল কুমার বয়স ২৫ ও ছোট্টু কুমার বয়স ১৫ বছর। ধৃত দুজনের বাড়ি বিহারের তেত্রী এলাকায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে উদ্ধার হওয়া নিষিদ্ধ মাদক গুলি মালদা থেকে বিহারের উদ্দেশ্যে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তারের পাশাপাশি বাজারের কাজে ব্যবহৃত গাড়িটি কেও আটক করে পুলিশ।
মালদার গাজোলে জাতীয় সড়ক ধরেই পাচার হচ্ছিল লক্ষাধিক টাকার ব্রাউন সুগার, গ্রেপ্তার করা হয় দুজনকে।

Leave a Reply