বালুরঘাটে মাতৃ সদন এলাকায় পরিশ্রুত পানীয় জলের মেশিন উদ্বোধন।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ : শহরের মাতৃসদন এলাকায় রোগীর আত্মীয়-পরিজনদের পানীয় জলের অসুবিধা দূর করতে পরিশ্রুত পানীয় জলের মেশিন বসানো হলো। মঙ্গলবার দুপুরে এই মেশিনের উদ্বোধন করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। উপস্থিত ছিলেন পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও অন্যান্য বিশিষ্টজনেরা। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, মাতৃসদনে প্রতিদিন বহু মানুষ চিকিৎসার জন্য আসেন, তাঁদের সুস্থ পানীয় জলের চাহিদা মেটাতেই এই উদ্যোগ। নতুন এই পরিষেবা এলাকার মানুষকে উপকৃত করবে বলে আশা প্রকাশ করেছেন পৌর কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *