পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোড দোল উৎসব উপলক্ষে শুক্রবার শহরের চৌরাস্তার মোড়ে বসন্ত উৎসব পালন করা হলো,এইদিন বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা ছিলেন চন্দ্রকোনারোড ডাবচা ব্যবসায়ী সমিতির সভাপতি সন্দীপ চৌধুরী,বাসুদেব সিংহ নৃত্যশিল্পী তিলোত্তমা নন্দী সহ অন্যান্য বিশিষ্টজনেরা,এইদিন চন্দ্রকোনারোড স্টেশনরোড থেকে শুরু হয় এই বর্ণাঢ্য শোভাযাত্রা বসন্ত উৎসবের শোভাযাত্রা চন্দ্রকোনারোড শহর পরিক্রমা করে। এরপরেই শুরু হয় চৌরাস্তার মোড়ে বসন্ত উৎসব আজকে দোল উৎসবে যাতে কোনো অপ্রতিক ঘটনা না ঘটে এর জন্য চৌরাস্তার মোড়ে ছিল যথেষ্ট পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে,চন্দ্রকোনারোড আইসি নেতৃত্বে বিভিন্ন জায়গায় চলছিল নাকা চেকিং এবং পুলিশের মোটরবাইক বাহিনী সারা এলাকা শান্তি-শৃঙ্খলার জন্য নজর রেখেছিলেন
চন্দ্রকোনারোডে দোল উৎসব পালন ।

Leave a Reply