দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- চিঙ্গিসপুর অঞ্চলের মাটিকাটা গ্রামে ভয়াবহ আগুনে দুটি আদিবাসী পরিবারের বাড়ি ভস্মীভূত হয়ে যায়। এই ঘটনায় চরম বিপাকে পড়েন ওই পরিবারের সদস্যরা। বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যান বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন ও সাহায্যের আশ্বাস দেন। পাশাপাশি, অবিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা করতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট মহকুমার মহকুমা শাসকের সঙ্গেও আলোচনা করেন বিধায়ক। জেলা প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
চিঙ্গিসপুরে আগুনে পুড়ল দুটি বাড়ি, অসহায় পরিবারগুলোর পাশে বিধায়ক।

Leave a Reply