বালুরঘাটে খুনের ঘটনায় ছয় অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ : দীর্ঘ এক দশক পর খুনের মামলায় রায় দিল দক্ষিণ দিনাজপুর জেলা আদালত। ২০১৪ সালে বালুরঘাট এয়ারপোর্ট এলাকায় রামপ্রসাদ হালদার নামে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। তদন্তে উঠে আসে শ্যামল হাঁসদা, রাকেশ দাস, রঞ্জিত বিশ্বাস, জয়দেব দাস, আনন্দ নুনিয়া ও সুরদীপ দাসের নাম।

প্রাথমিকভাবে সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠিত হলেও, মামলার শুনানির মাঝেই প্রবীর শীলের মৃত্যু ঘটে। অবশেষে, দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের ADJ থার্ড কোর্টের বিচারক মনোজ কুমার প্রসাদ ছয় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন।

৩০২ ও ৩৪ ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। ২০১ ও ৩৪ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়। একইসঙ্গে, ৫০৬ ও ৩৪ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে।

সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানান, দীর্ঘ লড়াইয়ের পর ন্যায়বিচার মিলেছে। রামপ্রসাদ হালদারের মা আদরি হালদার রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “অবশেষে ন্যায় পেলাম, আদালতের রায়ে আমরা খুশি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *