প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনানে লাইব্রেরি মোড়ে ১৬ নং জাতীয় সড়কে। নিয়ন্ত্রন হারিয়ে পর পর গাড়িতে ধাক্কা মারে। ঘটনাস্থলে
মারা যান ২ জন এবং আহত হন ৫ জন ।
জানা গিয়েছে কলকাতার বালিগঞ্জ ভারত সেবা সংঘ থেকে একটি ৪০৭ গাড়ি মহিষাদলে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্য যাওয়ার সময় বাগনান লাইব্রেরি মোড়ে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে পাশের লেনে চলে গিয়ে বালি বোঝাই লরিতে ধাক্কা মারে ।
তার পিছনে আর ও একটি প্রাইভেট গাড়ি ধাক্কা মারে।
ঘটনায় ভারত সেবা সংঘের স্বামী সুভাষ মহারাজের মৃত্যু হয়।
মৃত আর ও এক কর্মী। আহত হন পাঁচজন।
ঘটনার জেরে ১৬নম্বর জাতীয় সড়কে সাময়িক যানজটে সৃষ্টি হয়।
ঘটনাস্থলে আসেন বাগনান থানার পুলিশ। আহতদের উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে ভতি করা হয় পুলিশর তৎপরতায় ।
১৬ নম্বর জাতীয় সড়কে গাড়ি দুর্ঘটনায় মৃত ২ আহত ৫।

Leave a Reply