বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- বোলপুরে এই প্রথম সৌরভ গাঙ্গুলী ৯ই মে অর্থাৎ ২৫শে বৈশাখ বোলপুর স্টেডিয়াম ময়দানে আসছেন। তাই বোলপুর পৌরসভা এখন থেকে সাজো সাজো রব। সৌরভ গাঙ্গুলী বোলপুরে স্টেডিয়াম ময়দানে আসছেন সেই উপলক্ষে আজকে বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয়া পর্ণা ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হন।
বোলপুর পৌরসভার উদ্যোগে সৌরভ গাঙ্গুলী বোলপুর স্টেডিয়াম মাঠে আসছেন।।

Leave a Reply