হিলি, নিজস্ব সংবাদদাতা :- ভোর নাগাদ সামান্য বৃষ্টিতে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের তিওড় বাজার থেকে ঠাকুরপুরা যাবার রাস্তাটি জলমগ্ন হয়ে গেছে। বালুরঘাট হিলি এন এইচ ৫১২ এর দুপাশে তিওড় বাসস্ট্যান্ড এলাকায় কোনো ড্রেনের ব্যবস্থা না থাকার ফলে, এই সাংঘাতিক সমস্যা তৈরি হয়েছে। গত কয়েক বছর ধরে চলছে এই সমস্যা। এন এইচ ৫১২ নির্মাণের পর থেকেই চলছে এই নরক যন্ত্রণা। পাশাপাশি স্থানীয় দোকানদারগণ রাস্তার দুপাশে ড্রেনগুলো বুঝিয়ে ফেলার ফলেও এই সঙ্কট আরো গুরুতর আকার ধারণ করেছে । তাছাড়াও কেউ কেউ ড্রেন বন্ধ করে দিয়ে সেখানে দোকান ঘর নির্মাণ করেছেন। ফলত, নিত্য যাত্রীদের টোটো, সাইকেল, বাইক নিয়ে যাতায়াত করা বা পায়ে হেঁটে যাওয়া খুব সমস্যা। দুর্ঘটনা প্রায় ঘটে চলেছে। দুর্বিষহ হয়ে উঠেছে। এক হাঁটু জল পেরিয়ে সাধারণ মানুষের এই দুর্ভোগ মনুষ্যসৃষ্ট। পায়ে হেঁটে যাওয়াও খুব সমস্যা। স্থানীয় লোকজন ভীষণ ক্ষুব্ধ। এ নিয়ে স্থানীয় বাসিন্দা গন এন এইচ ৫১২ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।
ভোর চারটে নাগাদ ঝড় ও বৃষ্টির ফলে জলমগ্ন তিওড়-ঠাকুরপুরা রাস্তা, সমস্যায় নিত্য যাত্রীরা।

Leave a Reply