কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- দিলীপ ঘোষ বলেন,,, রিঙ্কু মজুমদারের সঙ্গে আগেই আলাপ হয়েছিল। উনি পুরনো পার্টি কর্মী। রাজনীতিতে উনি ২০১২ সালে এসেছেন। আমি এসেছি ২০১৫ সালে। বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসেছে, আর সেটা পরিস্থিতির কারণে। সেটা হয়েও গেছে যথা সময়ে। অনেকে ভাবছে ইকো পার্কে হাঁটলেই বিয়ে হয়। সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না। বিয়ে যখন হবার তখনই হবে।
আবারো কি আগের ফর্মে দেখা যাবে দিলীপ ঘোষ কে ❓,,,, পরিস্থিতি পাল্টায়, যে পরিস্থিতির সঙ্গে পাল্টায় না মানুষ তাকেই মনে রাখে। পরিস্থিতি পাল্টাবে কিন্তু দিলীপ ঘোষের মিশন কখনো পাল্টাবে না।
এই মুহূর্তে সবচেয়ে চর্চা বিষয় দিলীপ ঘোষের বিয়ে তারি মাঝে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়, চাকরিহারা শিক্ষক, ঘর ছাড়া মুর্শিদাবাদের মানুষ,,,, দিলীপ ঘোষ প্রথম থেকেই আছে। রামনবমী উপলক্ষে দশ দিন বাইরে ছিলাম দক্ষিণ থেকে উত্তর বঙ্গ। মুর্শিদাবাদের প্রতিবাদে ৱ্যালি করেছি। শিক্ষকদের সঙ্গে যে আচরণ ব্যবহার করা হয়েছে তার প্রতিবাদে মিছিল করেছি।
# দুদিন ছুটি নিয়ে গতকাল পরশু বাড়িতেই ছিলাম। মানুষের সঙ্গে দেখা করেছি কথা বলেছি। আজ জন্মদিন দুপুর পর্যন্ত হয়ে যাবে। লোকেরা বড় বড় হল নিয়ে স্টেডিয়াম নিয়ে জন্মদিন পালন করে আর আমি খোলা মাঠে করি। আর লোকেরা রাতের বেলা কেক কাটে আমি ভোরের বেলা কেক কাটলাম, এখানে বুঝে নিতে হবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ।
মুর্শিদাবাদের ঘটনায়,,,, আদালতের নির্দেশে বিএসএফ নেমেছে। আমরা কোর্টে আবেদন করেছিলাম বিএসএফের অফিসিয়ালি বিএসএফ দিয়েছে। এখন যদি বিএসএফ সব জায়গায় যায় তাহলে পুলিশ কি করতে আছে। বিএসএফ পুলিশের কাজ করবে এলাকার জায়গায় জায়গায় বিএসএফ ক্যাম্প করতে হচ্ছে। তাহলে পুলিশ কি করছে মমতা ব্যানার্জির সরকার কি করছে? তাহলে আমরা যেটা দাবি করেছিলাম ৩৫৫, ৩৫৬ সেটাই লাগু করা হোক।
Leave a Reply