দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাটের চকভৃগু স্বাগতম মহিলা সংঘ বহুমুখী সমবায় সমিতির নতুন কমিটি তৈরির নির্বাচনের মনোনয়ন পর্ব শেষ হলো বুধবার। ফলাফলও বেড় হলো আজ মঙ্গলবার চকভৃগু পঞ্চায়েত অফিসে এই প্রক্রিয়া শুরু হয়েছিল। আগামী শুক্রবার মনোনয়নের স্ক্রুটিনি ও যোগ্য মনোনয়ন প্রকাশিত হবে। শনিবার মনোনয়ন প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়, পাশাপাশি, আগামী ২৪ এপ্রিল আদিবাসী কাটনা স্কুলে নির্বাচন প্রক্রিয়া ও ফলাফল ঘোষণা করা হয় বলে জানা গিয়েছে। মনোনয়নের এই দুদিন একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
আজ বুধবার ফল বেড় হবার পর দেখা যায়,তৃনমুল কংগ্রেস ভোটে প্রত্যেক টি আসনে জয়লাভ করে। আবির মাখিয়ে উল্লাসে মাতে তৃণমূল কর্মীরা।
বালুরঘাটের চকভৃগু স্বাগতম মহিলা সংঘ বহুমুখী সমবায় সমিতির নতুন কমিটি তৈরির নির্বাচনের মনোনয়ন পর্ব শেষ হলো বুধবার।

Leave a Reply