নিজস্ব সংবাদদাতা, মালদা: মালদা জেলা ক্রীড়া সংস্থার আহবানে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে জেলা সফরে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ বন্দে ভারতে চেপে কলকাতা থেকে মালদায় পৌঁছান প্রাক্তন অধিনায়ক। মালদা রেল স্টেশনে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য কাউন্সিলর, প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়রা। এদিন সারাদিন ধরে রয়েছে বিভিন্ন কর্মসূচি।
মালদা জেলা ক্রীড়া সংস্থার আহবানে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে জেলা সফরে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

Leave a Reply