নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সমাজকে অপরাধ মুক্ত করতে পুলিশের ভূমিকা অনস্বীকার্য। তবে পুলিশ শুধুমাত্র মানুষ বিপদে পড়লেই সাহায্য করে তা নয়, পুলিশেরাও একাধিক সামাজিক কর্মকাণ্ডে মানুষের পাশে দাঁড়ান বিভিন্ন সময়। তারই এক জ্বলন্ত উদাহরণ দেখা গেল সোমবার। চড়কের খেলা দেখতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন ফালাকাটা ব্লকের গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের প্রমোদ নগরের বাসিন্দা পরিতোষ রায়। ওই দুর্ঘটনায় তাঁর দুটি কলার বোন ভেঙে যায়। দুঃস্থ ওই পরিবারের একমাত্র রোজগেরে সদস্য বিছানায় পড়ে যাওয়াতে বিপাকে পড়ে গোটা পরিবারটি। এই খবর পাওয়া মাত্র সোমবার ওই দুঃস্থ পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জটেশ্বর ফাঁড়ির ওসি জগৎজ্যোতি রায়। এদিন খাদ্য সামগ্রী সহ আর্থিক সহায়তা করেন তিনি। স্বাভাবিক ভাবেই পুলিশ প্রশাসনের এই ভূমিকায় খুশি এলাকাবাসী।
দুঃস্থ পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জটেশ্বর ফাঁড়ির ওসি জগৎজ্যোতি রায়।

Leave a Reply